অল্পসময়েই ২ সেন্টিমিটার উচ্চতার বিবেকানন্দ মুর্তি বানিয়ে নজর কাড়লেন চন্দ্রকোনার প্রসেনজিৎ নায়ক
নিজস্ব প্রতিবেদন, পেন্সিলের উপর মুর্তি বানিয়ে স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি চন্দ্রকোনার চিত্রশিল্পীর। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা-২ ব্লকের বালা গ্রামের বাসিন্দা পেশায় শিক্ষক প্রসেনজিৎ নায়ক। সূত্রের খবর, ছোট থেকেই আঁকায় নিপুণ তিনি, বরাবরই নানান সময় নানান বিষয়ের উপর চিত্রকলা বানিয়ে তাক লাগিয়েছেন। কখনও কাঠের চামচের উপর দূর্গা প্রতিমা,পান পাতায় লক্ষ্মী প্রতিমা তো পেন্সিলের উপর রবীন্দ্রনাথ ঠাকুর সহ একাধিক মনিষীর মুর্তি বানিয়ে প্রশংসা পেয়েছেন প্রসেনজিৎ বাবু।
এদিন মঙ্গলবার ১২ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্মদিবস উপলক্ষে পেন্সিলের উপর কার্টিং করে অল্পসময়েই ২ সেন্টিমিটার উচ্চতার বিবেকানন্দ মুর্তি বানিয়ে নজর কেড়েছেন সকলের। তা দিয়েই স্বামীজিকে শ্রদ্ধা জানান চন্দ্রকোনার এই চিত্রশিল্পী।