কৃষি আইনের বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুরে ভারত কৃষক সভার ডাকে প্রতিবাদ মিছিল
নিজস্ব প্রতিবেদন, কৃষি আইনের বিরুদ্ধে দিল্লিতে আন্দোলন অব্যাহত। নানান বৈঠক হওয়ার পরও কোনও সমাধান মেলেনি।কৃষকরা তাঁদের দাবিতে অনড় রয়েছে। কেন্দ্রের বিজেপি সরকারের কৃষক বিরোধী কৃষি আইন এবং বিদ্যুত আইন প্রত্যাহারের দাবিতে পশ্চিম মেদিনীপুরের সবংয়ের চাঁদকুড়িতে সারা ভারত কৃষক সভার ডাকে প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হল রবিবার।
উক্ত সভার আগে কৃষি আইনের বিরুদ্ধে এলাকায় একটি মিছিল করা হয়। মিছিলে অংশ নেয় শতাধিক বাম কর্মী সমর্থকরা। পরে একটি জনসভায় বক্তব্য রাখেন কৃষক সংগঠনের পক্ষে তরুণ রায়, সুভাষ দে সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। সভা থেকে কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।