কৃষি আইন বিলের বিরুদ্ধে নারায়ণগড় ব্লকের কাঠালিয়া বুথে প্রতিবাদ মিছিল ও সভার আয়োজন
নিজস্ব প্রতিবেদন, কেন্দ্রীয় সরকার পাশ করিয়েছে কৃষি আইন বিল, সেই আইনের বিরোধিতায় নেমেছে তৃণমূল-কংগ্রেস। রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মীদের উদ্যোগে চলছে কৃষি আইন বিলের প্রতিবাদ মিছিল ও সভা। সেইমতো শুক্রবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের কাঠালিয়া বুথে একটি প্রতিবাদ মিছিল ও সভার আয়োজন করা হয়।
এদিনের এই কর্মসূচিতে আগামী বিধানসভার সংগঠনটি আরোও শক্ত করতে এদিন মিছিলের আয়োজন করা হয় এবং কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করা হয় এই সভা থেকে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৬ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব শেখ শরিফ, যুবনেতা শেখ বাপি ও নমিতা মন্ডল সহ একাধিক তৃণমূল কর্মী।