শ্রমের সময় কমানো, সঠিক সময়ে বেতন দেওয়া সহ কয়েকদফা দাবিতে বিক্ষোভ মিছিল তৃণমূলের শ্রমিক সংগঠনের
নিজস্ব প্রতিবেদন, খড়গপুরের বিদ্যাসাগর শিল্প তালুকের সামনে একাধিক দাবিতে মিছিল করে তৃণমূলের শ্রমিক সংগঠন।এদিন তারা শ্রমিকদের উপর হয়ে আসা নানান অনাচারের বিষয়ে সরব হন। সেগুলি দ্রুত বন্ধ করা দাবি তোলেন শ্রমিক সংগঠন।
এতদিন শ্রমিদের বহু সময় ধরে কাজ করানো হত কিন্তু পারিশ্রমিক সময় মতো দেওয়া হত না। এবার এর বিরুদ্ধে মুখ খোলেন শ্রমিক সগঠন। BRG গ্রুপের RBPL কোম্পানির শ্রমিকদের ৮ ঘন্টার বেশি কাজ না করানো, নির্দিষ্ট সময়ে শ্রমিকদের মজুরি প্রদান সহ কয়েকদফা দাবিতে গতকাল বিদ্যাসাগর শিল্প তালুকে মিছিল করল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। এই মিছিলের নেতৃত্বে ছিলেন সংগঠনের জেলা সভাপতি নির্মল ঘোষ।