পঃ মেদিনীপুরে পুলিশ লাইন ময়দানে পুলিশ আধিকারিকদের নিয়ে পালন ‘প্রজাতন্ত্র দিবস’
নিজস্ব প্রতিবেদন, সারা দেশের সাথে আজ পশ্চিম মেদিনীপুর জেলাতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল ৭২ তম ‘প্রজাতন্ত্র দিবস’। জেলার প্রধান অনুষ্ঠানটি এদিন অনুষ্ঠিত হয় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ লাইন ময়দানে। ঠিক সকাল ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক ডাঃ রেশমি কোমল।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার দিনেশ কুমার সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। পতাকা উত্তোলনের পর কুচ কাওয়াচ এর মধ্য দিয়ে জাতীয় পতাকাকে স্যালুট জানান পুলিশ প্রশাসনের সমস্ত আধিকারিকরা। পরে জেলাবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন জেলাশাসক। তিনি বর্তমান সরকারের আমলে জেলা জুড়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন এবং আগামীদিনে দেশ তথা জেলাবাসীর প্রতি সরকার ও প্রশাসনের দায়বদ্ধতার প্রসঙ্গ তুলে ধরে বক্তব্য রাখেন।