সারা দেশের পাশাপাশি বড়িশা স্বামীজি অ্যাক্যাডেমির পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবস পালন
নিজস্ব প্রতিবেদন, ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সারা দেশে মহা ধুমধামের সাথে এবং নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের বড়িশা স্বামীজি অ্যাক্যাডেমির পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। জানা গিয়েছে, সারাবছর নানান সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে এই একাডেমি। মহামারী ভাইরাসের মোকাবিলায় একজোটে কাজ করেছে স্বামীজি একাডেমির সদস্যরা।
কোলাঘাটের পাশাপাশি পার্শ্ববর্তী ব্লগ সহ গোটা জেলা জুড়ে যথেষ্ট সুনাম অর্জন করেছে এই একাডেমির সদস্যরা। ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের আগের দিন অর্থাৎ গত সোমবার সমস্ত সদস্যরা মিলে প্র্যাকটিস করে মঙ্গলবার গোটা এলাকা শোভাযাত্রার মাধ্যমে প্রদক্ষিণ করে। এদিন জাতীয় পতাকা উত্তোলন এবং বীর স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকি ছবিতে মাল্যদানের মধ্য দিয়ে ৭৫তম প্রজাতন্ত্র দিবস পালন করল স্বামীজি একাডেমি সদস্যরা।