ফের হাতির তান্ডবে অতিষ্ঠ পশ্চিম মেদিনীপুর জেলার খড়িকাশুলি গ্রামের বাসিন্দারা
নিজস্ব প্রতিবেদন, ফের দলমার দামালদের তাণ্ডবে অতিষ্ঠ পশ্চিম মেদিনীপুর জেলার খড়িকাশুলি গ্রামের বাসিন্দারা। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-৩ নং ব্লকের ৭ নং অঞ্চলের খড়িকাশুলি গ্রামে একটি হাতির পাল তান্ডব চালায়। অন্যদিকে গত শুক্রবার সন্ধ্যায় বাঁকুড়ার পিয়ারডোবার কাছে ট্রেনের ধাক্কায় তিনটি হাতির মৃত্যু হয়েছে। ফলে জাতীয় সড়ক পারাপার করতে গিয়ে যাতে কোনও বিপত্তি না ঘটে, সেই বিষয়েও তৎপর বন দফতর। রূপনারায়ণ বিভাগের ডিএফও অর্ণব সেনগুপ্ত বলেন, “এলাকায় হাতির যে পাল রয়েছে-সেখানে আমাদের কড়া নজরদারি চলছে। লোকালয়ে যাতে হাতির পাল না ঢুকতে পারে-তার সবরকম চেষ্টা করছি।”
জানা যায়, শনিবার দুপুরে ২০-২৫ টি হাতির একটি পাল ওই এলাকার জঙ্গল লাগোয়া ধান জমিতে নেমে নষ্ট করে সদ্য পাকা ধান। স্থানীয় মানুষ হাতির পালটিকে তাড়ানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। এলাকায় হাতির পাল ঢুকে ক্ষেতের ফসল নষ্ট করে। ঘটনা খবর পেয়েও বনদপ্তরের দেখা মেলেনি বলে অভিযোগ এলাকাবাসীদের।