হাতির তান্ডবের প্রতিবাদে পথ অবরোধ ঝাড়গ্রামের ৫নং রাজ্যসড়কে
নিজস্ব প্রতিবেদন, হাতির তান্ডবের প্রতিবাদে পথ অবরোধ ঝাড়গ্রামের ৫নং রাজ্যসড়কে। বিনপুর থানার মালাবতিতে পথ অবরোধ করে এলাকাবাসী। বিনপুর থানার মোহনপুর চিয়ানবেড়া, মালাবতী, বনঅউলিয়া, সাতবাঁকি সহ একাধিক গ্রামে ডেরা বেধেছে ৮/১০ টি হাতির দল। হাতির দাপটে ক্ষতি বিপুল, মাথায় হাত এলাকাবাসিদের।
গত চারদিন ধরে বিকাল থেকে সারারাত কোনো না কোনো গ্রামে ঢুকে ঘড় ভেঙে নিজেদের খাবার জোগাড় করছে। এই সময় মাঠে ধান থাকে না। সমস্ত ধান গোলায় থাকে। তাই মাঠ ছেড়ে গ্রামেই হানা দিচ্ছে তারা। একাধিক বাড়ি ভেঙে বহু ধান নষ্ট করে হাতির দল। আর তার প্রতিবাদে গ্রামবাসীরা এই অবরোধ শুরু করে। বনদফতরের কাছে তাঁদের দাবি, হাতি তাড়ানোর ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সঠিক ক্ষতিপূরণ গ্রামবাসীদের দিতে হবে।