গড়বেতায় শহীদ ক্ষুদিরাম স্মৃতিতে বিপ্লবীর পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন করলেন শুভেন্দু অধিকারী
নিজস্ব প্রতিবেদন, গড়বেতায় শহীদ ক্ষুদিরাম স্মৃতি রক্ষা কমিটির আমন্ত্রণে এসে বিপ্লবীর পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন ও শ্রদ্ধা জ্ঞাপন করে শুভেন্দু অধিকারী বলেন, ‘আমি সামান্য জীব। এই মহতী অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য আপনাদের কাছে কৃতার্থ।’ এদিন তিনি উল্লেখ করেন যে কোনও এক সংবাদমাধ্যম বলছে, ‘আমি কমফোর্ট জনে রাজনীতি করি কিন্তু ২০১১ সালের আগে আমিই আসতাম গড়বেতায়। আসলে গ্রামের ছেলে রাস্তায় নেমেছে বলে কারও কারও অসুবিধা হচ্ছে।’
তিনি এও বলেন, ‘আদর্শের জন্য লড়েছি, আদর্শের জন্য লড়ব। আপনাদের সহযোগিতা আশীর্বাদ প্রার্থনা করছি’ ‘বন্দেমাতরম’ উচ্চারণ করে বক্তব্য শেষ করার আগে তিনি বলেন, সাধারণ মানুষ, মাতৃ শক্তি, যুবশক্তি, অগ্রজ-অনুজ, আদিবাসী, কুড়মি, মুসলিম সকলকে একসঙ্গে পথ চলতে হবে।
প্রসঙ্গত, ৬ ডিসেম্বর কুড়মি সমন্বয় মঞ্চের ডাকে পালিত হবে ‘দিয়া তো দিয়া, নাই দিয়া তো হুড়কা দিয়া’। তার আগেই সভাস্থল থেকে দু’বার ‘জহার’ জানান অধিকারী। এই দিনে তিনি সাংবাদিক বৈঠক করে নিজের অবস্থান জানাবেন।সভা ছিল অরাজনৈতিক।