শুভেন্দু ঘনিষ্ঠ খাদ্য কর্মাধ্যক্ষ অমূল্য মাইতির দেহরক্ষী প্রত্যাহার প্রশাসনের
নিজস্ব প্রতিবেদন, শুভেন্দু ঘনিষ্ঠ জেলা কর্মাধ্যক্ষদের নিরাপত্তা প্রত্যাহার করে নিল প্রশাসনের। এক এক করে প্রশাসন শুভেন্দু ঘনিষ্ঠ নেতাদের কাছ থেকে দেহ রক্ষী প্রত্যাহার করে নিচ্ছে, এমনই অভিযোগ তাদের। এই নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে অনেকেরই।
এবার শুভেন্দু ঘনিষ্ঠ পশ্চিম মেদিনীপুর জেলার খাদ্য কর্মাধ্যক্ষ অমূল্য মাইতির দেহ রক্ষী প্রত্যাহার করে নিল প্রশাসন। অমূল্য মাইতির অভিযোগ, “গতকাল রাতে জেলা প্রশাসন আমাকে না জানিয়ে, আমার কাছ থেকে রিলিজ অর্ডার না পেয়েই, আমার দেহ রক্ষী সরিয়ে দেয়”।