দলীয় পোগ্রামে দেখা মিলছে না শুভেন্দুর, রাজনৈতিক মহলে জল্পনার সৃষ্টি
নিজস্ব প্রতিবেদন, বেশ কয়েক মাস ধরে পরিবহন মন্ত্রী তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে দলীয় প্রোগ্রাম সহ কোন সরকারি প্রোগ্রামিং- এ সেভাবে যোগ দিতে না দেখে রাজনৈতিক মহলে শুরু হয়েছিল জল্পনা। ধীরে ধীরে রাজ্যের একাধিক জেলায় দাদার অনুগামী পোস্টার ও ব্যানারকে ঘিরে কার্যত ঘনীভূত হয়েছিল জল্পনা।
এরপর নন্দীগ্রামের সভা ও পাল্টা সভা নিয়ে স্পষ্ট হল, যে দল থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী, যদিও এই বিষয়ে তার মুখ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অবশ্য এই নিয়ে রাজনৈতিক বিশ্লেষণকারীদের মধ্যে শুরু হয়েছিল তুমুল জল্পনা। মঙ্গলবার নন্দীগ্রাম এলাকায় দেখা গেল মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে বিভিন্ন পোস্টার ও ব্যানার যাতে লেখা আছে আমরা দিদির সৈনিক। রাজনৈতিক বিশ্লেষণ কারীদের ধারণা, তাহলে কি এবার দাদার অনুগামীর বিরুদ্ধে দিদির সৈনিক হিসেবে অর্থাৎ কর্মীরা রাস্তায় নামবে?