বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগে চাঞ্চল্য শ্যামচক গ্রামে
নিজস্ব প্রতিবেদন, আবারোও বিজেপির কর্মীরা বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার শ্যামচক গ্রামে। অভিযোগের তির তৃণমূলের দিকে। জানা গিয়েছে, বিজেপির মন্ডল সভাপতি স্বপনকুমার প্রধানের বাড়িতে রাতের অন্ধকারে কয়েজন দুষ্কৃতীরা বোমাবাজি করে। সেই দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত বলে অভিযোগ মন্ডল সভাপতি স্বপন কুমার প্রধানের।
অভিযোগ, বিজেপি করার ফলে বেশ কয়েকবার হুমকি দেওয়া হয় তাকে। পাশাপাশি মেরে ফেলার হুঁশিয়ারি দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। উক্ত ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়। অন্যদিকে গোটা ঘটনার কথা অস্বীকার করে তৃণমূল পাল্টা অভিযোগ, বিজেপির অন্তর্দ্বন্দ্বের ফলেই এই ঘটনা। এরসঙ্গে কোনোভাবেই তৃণমূল জড়িত নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ভগবানপুর থানার পুলিশ।