শুভেন্দুর সহায়তা কেন্দ্র ভাঙচুরের ঘটনায় মৌন মিছিল অনুগামীদের
নিজস্ব প্রতিবেদন, গত রবিবার পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম এলাকায় ভাঙচুর চালানো হয় শুভেন্দু অধিকারীর সহায়তা কেন্দ্রে। যে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়। অভিযোগের তীর উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যা নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক চাপান উতোর। সোমবার শুভেন্দু অধিকারীর অনুগামীদের পক্ষ থেকে সোমবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এলাকায় মৌন মিছিল করল অনুগামীরা অর্থাৎ শুভেন্দু অধিকারীর অনুগামীরা।
এদিনের মৌন মিছিলে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। গোটা এলাকায় মিছিল পরিক্রমা করার পর অবশেষে সভার মাধ্যমে শেষ হয় এই কর্মসূচি। এদিন বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী কার্যত নিশানা করেন তৃণমূল নেতৃত্বের উপর। পাশাপাশি নিশানা ছিল ভাইপোর উপর অর্থাৎ নাম না করে অভিষেক ব্যানার্জীর উপর। তিনি বলেন, কয়েকদিন আগে নন্দীগ্রামে বিশাল জনসভায় কার্যত হতভম্ব হয়ে পড়েছে তৃণমূল নেতৃত্ব তাই বিজেপিকে ওঁৎ আটকাতে এই কৌশল আরম্ভ করেছে। কার্যত এক কথায় বলা যেতে পারে বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, রাজ্য রাজনীতিতে লড়াই আরোও জোরালো হচ্ছে, এটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।