বাংলাকে নরেন্দ্র মোদীর কাছে সওদা করে দিয়েছে শুভেন্দু, মন্তব্য অজিতের, পাল্টা অমূল্য মাইতি
নিজস্ব প্রতিবেদন, সবংয়ে তৃনমূলের সভা থেকে শুভেন্দুকে মাথা মুড়ে পুঁতে দেওয়ার নিদান দেন অজিত মাইতি। তার জেরে থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। অজিত মাইতি বলেছিলেন, “অনুগামীরা খাটতে খাটতে তৃণমূলে ফিরে এলো উনি জুট করপোরেশনের চেয়ারম্যান সিট নিয়ে বললেন তিনি সত্যবাদি যুধিষ্ঠির? ক্ষুদিরাম প্রফুল্ল চাকির নাম নিচ্ছো আর কয়দিন নেবে ওরা বেইমানি করেনি। আজকের জনসভায় বলে যাচ্ছে ও মেদিনীপুরের ভূমি পুত্র নন। ও মেদিনীপুরের বেইমান পুত্র মির্জা ফর পুত্র। ওর মুখে ক্ষুদিরাম বিদ্যাসাগরের নাম ওঠা মানে ওদের অসম্মান করা ওকে পুঁতে দিতে হবে। ওর মাথা মুড়িয়ে ঘোল ঢেলে আগামী প্রজন্মকে বলতে হবে দেখ অন্যের দিকে আঙুল তুলে চোর বলে নিজে চুরি করে সমস্ত চক্রান্ত করে রাতের অন্ধকারে বাংলাকে নরেন্দ্র মোদীর কাছে সওদা করে দিয়েছে এই মানুষটা। এর বিরুদ্ধে তৈরি হন”।
অন্যদিকে শুভেন্দু অধিকারী সম্পর্কে অজিত মাইতির কুরুচিকর মন্তব্যের জন্য প্রশাসনের দ্বারস্থ হচ্ছে সবং বিজেপি নেতৃত্ব অমূল্য মাইতি বলেন, “অজিত মাইতির তৃনমূলের সভাপতি আজকে যেভাবে শুভেন্দু অধিকারীকে কদর্য ভাষায় আক্রমণ করেছেন। শুভেন্দু অধিকারীর জন্যই অজিত মাইতি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি হয়েছিল। এই অজিত মাইতি তার নিজের এলাকায় তৃণমূলকে শক্ত করে রাখতে পারেনি। নিজের বুথেই বিজেপির পতাকা পতপত করে উড়ছে। অজিত মাইতির যেসব ভাষায় মন্তব্য করেছে এগুলো আইনগতভাবে অপরাধ, আমরা শুভেন্দু অধিকারী সঙ্গে পরামর্শ করে। শুভেন্দু অধিকারী বাবু যদি অনুমতি দেন, অজিত মাইতির বিরুদ্ধে আমরা সবাই থানায় অভিযোগ দায়ের করব”।