বিভিন্ন দুর্নিতীর অভিযোগ তুলে পিংলায় বিজেপির অঞ্চল অফিস ঘেরাও
নিজস্ব প্রতিবেদন, বিভিন্ন দুর্নিতীর অভিযোগ তুলে গতকাল বিজেপির অঞ্চল অফিস ঘেরাও পিংলায়। যা নিয়ে মাঝে মধ্যেই উত্তেজনা তৈরী হয়েছিল বিজেপি কর্মী ও পুলিশ সমর্থকদের মধ্যে। বেশকিছুক্ষণ চেষ্টায় পুলিশের হস্তক্ষেপে তা নিয়ন্ত্রন সম্ভব হয়েছে।
পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের ৩ নং ধনেশ্বরপুর অঞ্চল অফিসে বেশ কিছু অভিযোগ তুলে অঞ্চল ঘেরাও ও ডেপুটেশন দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে। এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন বিজেপি নেতা গৌতম জানা, সুমন পাল, সহ অনান্য নেতৃত্বরা। তবে এই ঘেরাও ও ডেপুটেশনকে কটাক্ষ করতে ছাড়েনি তৃনমুল কংগ্রেস।