বাড়ির পরিচারিকার মৃতদেহ ঘিরে তীব্র প্রতিবাদ জানিয়ে আজ হেমনগর কোস্টাল থানা ঘেরাও
নিজস্ব প্রতিবেদন, বসিরহাট সাংগঠনিক জেলার অন্তর্ভুক্ত হিঙ্গলগঞ্জ বিধানসভা এলাকায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে এক মহিলার (বাড়ির পরিচারিকার) বিভীষিকাময় যে মৃতদেহ পাওয়া যায়, তার তীব্র প্রতিবাদ জানিয়ে আজ দুপুর ১২.৩০টায় হেমনগর কোস্টাল থানা ঘেরাও কর্মসূচী গ্ৰহন করেন।
এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পল। বসিরহাট মহিলামোর্চার তরফ থেকে বসিরহাটের সকল বিজেপি মহিলামোর্চা কর্মী, অন্যান্য কার্যকর্তা ও বসিরহাটবাসী। পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের প্রতিবাদে একত্রিত হওয়াই লক্ষ্য এদিনের কর্মসূচির।পাশাপাশি মুখ্যমন্ত্রীর অপসারণ দাবী জানানো হবে বলে জানা গিয়েছে।