বিজেপি কর্মীদের মারধর ও দলীয় পতাকার জ্বালিয়ে দেওয়ার অভিযোগে উত্তেজনা শ্যামপুরে
নিজস্ব প্রতিবেদন, আবারোও বিজেপি কর্মীদের মারধর ও দলীয় পতাকা জ্বালিয়ে দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার শ্যামপুর এলাকায়। অভিযোগের তীর তৃণমূলের দিকে। বিজেপির অভিযোগ সোমবার রাতে তৃণমূলের বেশ কয়েক জন দুষ্কৃতী বিজেপি কর্মী সমর্থকদের উপর চড়াও হয় এবং মারধর করে বলে অভিযোগ। পাশাপাশি বিজেপির দলীয় পতাকা রাস্তায় ফেলে জ্বালিয়ে দেওয়া হয় এমনটাই অভিযোগ বিজেপির।
মারধরের পর তৃণমূলের দুষ্কৃতীরা পালিয়ে গেলেও একজনকে হাতেনাতে ধরে ফেলে বিজেপির কর্মী-সমর্থকেরা। এরপর খবর দেওয়া হয় খেজুরি থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে আটক করে খেজুরি থানার পুলিশ। বিজেপির অভিযোগ, “তৃণমূল দুষ্কৃতীর এলাকায় তাণ্ডব চালিয়ে এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে। আমরা চাই প্রশাসন এর উপর হস্তক্ষেপ করুক যাতে এলাকাতে অশান্তির সৃষ্টি না হয়”। অন্যদিকে গোটা ঘটনায় এলাকাজুড়ে রয়েছে চাপা উত্তেজনা।