মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ভাতা পাওয়ার খুশিতে পিংলা অডিটোরিয়ামে মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে ‘ধন্যবাদ জ্ঞাপন কর্মসুচী’
নিজস্ব প্রতিবেদন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মুসলিম সম্প্রদায়ের ইমামদের ভাতা এবং পুরোহিতদেরও ভাতা শুরু করেছেন। এতে দুই সম্প্রদায়ের মানুষই উপকৃত হয়েছেন। তাই শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা অডিটোরিয়াম হলে এক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এদিন পিংলা বিধানসভার সনাতন ব্রাহ্মন ট্রাস্টের পক্ষ থেকে যজ্ঞ এবং মুসলিম সম্প্রদায়ের মানুষজন নামাজ পড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্রকে ধন্যবাদ জ্ঞাপন করার কর্মসুচী গ্রহন করা হয়। এদিন এই কর্মসুচীতে উপস্থিত ছিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র ছাড়াও উপস্থিত ছিলেন বিধানসভার দুই ব্লকের ব্লক সভাপতি সহ অনান্য নেতৃত্ব ও ব্রাক্ষন ও ইমামরা।