আনন্দপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাংচুর চালানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদন, আনন্দপুর থানার মজুরডিমাতে তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাংচুর চালানোর অভিযোগ উঠলো বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। অভিযোগ আজ কেশপুরের আনন্দপুরে শুভেন্দু অধিকারীর সভা শেষে বিজেপি কর্মীরা ফেরার পথে মজুরডিমা এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাংচুর চালায়। ঘটনার খবর ঘটনাস্থলে যায় আনন্দপুর থানার বিশাল পুলিশবাহিনী। অভিযুক্তদের খোজে এলাকায় তল্লাশি চালাতে শুরু করেছে। অন্যদিকে বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে।
স্থানীয় তৃণমূল নেতাদের অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে আনন্দপুরের মজুরডিমা গ্রামে তাদের একটি বুথ অফিসে ভাংচুর চালায় বিজেপি কর্মীরা। অফিসের ঢুকে ভেঙে দেওয়া হয় চেয়ার ও অন্যান্য সামগ্রী। হামলাকারীরা স্থানীয় বাসিন্দা বলেই অভিযোগ তৃণমূল নেতৃত্বের।