বিশ্ব শান্তির লক্ষ্যে বিজেপির শান্তি যজ্ঞ অনুষ্ঠিত হল পিংলাতে
নিজস্ব প্রতিবেদন, পিংলা থানার ৫ নং মালিগ্রাম অঞ্চলে বিজেপি পরিবারের শান্তি যজ্ঞ অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠানের কারণ হিসাবে তাঁরা জানান, নয়া কৃষি বিলের সমর্থনে এবং তৃণমূলের লাগাম ছাড়া দুর্নীতি, বিজেপি কর্মীদের খুন, মিথ্যা কেশে ফাঁসানো হয়েছে – এসব কিছুর প্রতিবাদে পিংলা থানার ৫ নং মালিগ্রাম অঞ্চল বিজেপি পরিবারের শান্তি যজ্ঞ অনুষ্ঠিত হল।
এদিনের যজ্ঞের মূল উদ্যক্তা ছিলেন বিজেপি মজদূর সেলের রাজ্য সহসভাপতি আশিষ মন্ডল। এই যজ্ঞে যজমান হিসেবে উপস্থিত ছিলেন মজদূর সেলের রাজ্য সভাপতি অর্নব চ্যাটার্জি, ঘাটাল সাংঘঠনিক জেলার সভাপতি অন্তরা ভট্টাচার্য সহ বিজেপি পরিবারের অনেকেই।