শালবনীর এক ঠিকাদারদের মৃতদেহ উদ্ধার খড়্গপুর গ্রামীণের ৬ নং জাতীয় সড়কে
নিজস্ব প্রতিবেদন, শালবনীর এক ঠিকাদারদের মৃতদেহ উদ্ধার হল খড়্গপুর গ্রামীণের ৬ নং জাতীয় সড়ক থেকে। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের চকতারিনীর বাসিন্দা ছিলেন অরবিন্দ সিংহ রায়। শালবনীর টাঁকশালে ঠিকাদারির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এলাকায় খোকা সিং নামে চিনত সকলে। গতকাল রাতে, সেই খোকা সিং এর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হল খড়্গপুর গ্রামীণের ডেবরা টোল প্লাজার সামনে বুড়ামাল এলাকায় ৬ নং জাতীয় সড়ক থেকে।
একটি অভিজাত চারচাকা গাড়ির মধ্য থেকেই তাঁর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে খড়্গপুর লোকাল থানার পুলিশ। জানা গেছে, গতকাল দুপুরে, বকেয়া টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁকে ফোন করে ডাকে কয়েকজন। তারপর থেকে আর খোঁজ পাওয়া যায়নি খোকা সিং এর। অবশেষে, পুলিশের তরফে ডেডবডি উদ্ধারের খবর পাওয়া যায়। পরিবারের তরফে খুনের মামলা রুজু করা হবে বলে জানা গেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।