ধান ক্ষেত থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ, চাঞ্চল্যের সৃষ্টি সরীপুর এলাকায়
নিজস্ব প্রতিবেদন, ধানক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থানার অন্তর্গত সরিপুর গ্রামে। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম রবীন্দ্র সেনাপতি, বয়স আনুমানিক ৩৫ বছর। মঙ্গলবার ধানের ক্ষেতে ওই মৃত ব্যক্তির পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা।
এরপর স্থানীয়দের তৎপরতায় খবর দেওয়া হয় দীঘা থানার পুলিশকে। এরপর খবর পেয়ে দীঘা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয় সূত্রে আরোও জানা যায়, ওই মৃত ব্যক্তি বাড়িনপদিমা গ্ৰামের বাসিন্দা। যদিও এখনও মৃত্যুর সঠিক কারন জানা যায়নি। গোটা ঘটনাটি খতিয়ে দেখতে তদন্তে নেমেছে দীঘা থানার পুলিশ। অন্যদিকে গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়।