ধানের জমি থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার, ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি
নিজস্ব প্রতিবেদন, ধানের জমি থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের ডিগ্রী এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম সমীর দত্ত, বয়স আনুমানিক ৪৫ বছর। বাড়ি পার্শ্ববর্তী দ্বারিগেরিয়া এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, সকালবেলায় কয়েকজন ধান কাটতে এসে ধানের জমির মধ্যে সমীরের মৃতদেহ পড়ে থাকতে দেখে। এরপর এলাকাবাসীর তৎপরতায় খবর দেয় চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। কি কারনে মৃত্যু? খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত করছে চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ। যদিও স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান, শারীরিক সমস্যা ছিল সমীরের, সেই কারণে হয়তো এই দুর্ঘটনা। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।