সবংয়ে তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, অভিযুক্ত বিজেপি
নিজস্ব প্রতিবেদন, সবংয়ে তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি,অভিযুক্ত বিজেপি।
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলা সবং থানার, ১২ নম্বর বুড়াল অঞ্চলের কেরুড় গ্রামে। ঘটনায় গোটা এলাকা থমথমে রয়েছে। তৃণমূল কর্মী গনেশ শাসমল ও স্বরূপ সেনগুপ্তর অভিযোগ গতকাল রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাওয়ার পরে। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বাড়িতে এসে,অশ্লীল ভাষায় গালিগালাজ করে,তারপর দফায় দফায় বোমাবাজি করে। বোমার শব্দে কেঁপে ওঠে বাড়ি। সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে এসে ওই তৃণমূল কর্মীরা দেখেন, বাড়ির গেটের সামনে কালো ধোঁয়া, দুষ্কৃতীরা ততক্ষনে পালিয়ে গিয়েছে। এলাকায় সন্ত্রাস করার জন্য বিজেপি এসব করছে, অভিযোগ তৃণমূল কর্মীদের। গোটা এলাকা জুড়ে পড়ে রয়েছে,বোমের গুটি সহ খোল।
অন্যদিকে বিজেপি তরফে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করা হয়েছে। উক্ত এলাকার বিজেপি নেতা বিজয় শীটি সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করে বলেন, এই ঘটনার সঙ্গে বিজেপি কর্মীরা কোনোভাবেই জড়িত নয়। এটা তৃণমূলের নিজেদের ভাগ বাটোয়ারা নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল কর্মীরা নিজেরাই এলাকায় বেশ কয়েকদিন ধরে সন্ত্রাস সৃষ্টি করছে। নিজেরাই বোমাবাজি করে বিজেপি কর্মীদের ফাঁসানোর চেষ্টা করছে। ঘটনার পর তৃণমূল কর্মীরা সবং থানায় অভিযোগ দায়ের করেছে। যদিও এই বোমাবাজির ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। পুরো বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে সবং থানার পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে রয়েছে সবং থানার পুলিশ।