ডেবরায় ফের ষাঁড়ের আতঙ্ক, ষাঁড়ের দাপটে ক্ষতি বিপুল ফসলের
নিজস্ব প্রতিবেদন, কদিন আগেই একটি ষাঁড় আহত করেছিল কয়েকজনকে। এরপর ফের আক্রমণ, পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় ষাঁড়ের তান্ডবে অতিস্ট গ্রামবাসী। প্রায় ৪ দিন ধরে বাড়ী বাড়ী গিয়ে দাপট দেখাচ্ছে একটি পাগলা ষাঁড়। ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে ডেবরা ব্লকের বাড়াগড় গ্রামে।
মাটির দেওয়াল কিংবা প্লাস্টিকের পাইপ, সমস্ত নষ্ট করছে, সাথে সকল সব্জি নষ্ট করছে। সকল পাকা ধান খেয়ে নিচ্ছে। যা নিয়ে চিন্তিত এলাকাবাসী। ষাঁড়ের জন্য প্রচুর ক্ষয়ক্ষতির সামনা করছে গ্রামবাসী। জানা গিয়েছে, এর আগেও এই গ্রামেরই কয়েকজনকে আহত করেছিল একটি পাগলা ষাঁড়। এমনকি গ্রামের লোক ষাঁড়ের থেকে মুক্তি পাওয়ার জন্য শিবের পূজোও করেছিল। ফের পাগলা ষাঁড় আসায় আতঙ্ক ছড়িয়েছে বাড়াগড় গ্রাম জুড়ে। এলাকাবাসীদের দাবি, এই পরিস্থিতিতে বন দপ্তরও কোনো সহজ করেনি।