দখল হওয়া চন্দ্রকোনার ফুটবল মাঠ পুলিশ প্রশাসনের সহযোগিতায় ফিরে পেল স্থানীয়রা
নিজস্ব প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড স্টেশন পাড়া ফুটবল মাঠ দখলের অভিযোগ একদল দুষ্কৃতী বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে রাত্রে একদল দুষ্কৃতী স্টেশন পাড়া ফুটবল মাঠে গাছের চারা রোপন করে এবং তারকাটা দিয়ে খেলার মাঠের চারিদিক ঘিরে ফেলে দুষ্কৃতীরা। পাশাপাশি খেলার অনুশীলনের জন্য যেসব জায়গা তৈরি করা হয়েছিল, সেগুলোও কেটে ফেলে দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা।
এরপর সকাল হতেই স্থানীয় বাসিন্দারা দুষ্কৃতীদের বাধা দিতে এলে বচসা বাধে দুষ্কৃতীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের। এরপর স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় খবর দেওয়া হয় চন্দ্রকোনারোড পুলিশ বিট হাউসে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল চন্দ্রকোনারোড পুলিশ বিট হাউসের পুলিশবাহিনী। সেখানে এসে পুনরায় মাঠকে খেলার যোগ্য করে তোলে তারা। আগামীদিনে যাতে এইরকম ঘটনা না ঘটে, তা নিয়ে পুলিশ প্রশাসনকে সজাগ থাকার বার্তা দেওয়া হয় স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে।