কংসাবতী নদীতে ছটপুজোর জন্য অবাঙালি ভক্তবৃন্দের নজর কাড়া ভীড়
নিজস্ব প্রতিবেদন, গতকাল, শুক্রবার থেকে শুরু ছটপুজো। বিকেল থেকেই গোটা মেদিনীপুরে অনুষ্ঠিত হচ্ছে সেই অনুষ্ঠান। পাশাপাশি দেখা গেল গতকাল সকাল থেকে মেদিনীপুর শহর লাগোয়া কংসাবতী নদীতে ছটপুজোর জন্য অবাঙালি ভক্তবৃন্দের ভীড়।
এদিন মানুষের ভিড় নজর কাড়ার মতো। মূলত নদী বা পুকুরের জলের সংস্পর্শে এসে গঙ্গাদেবীর পূজার মধ্য দিয়ে ছট পুজোর সূচনা হয়। এরপর সংসারের মঙ্গল কামনায় পূজার্চনা করার মধ্য দিয়ে পালন করা হয় ছটপুজো। পাশাপাশি কংসাবতী নদীর বিভিন্ন ঘাটগুলিতে ভীড় হওয়ার জন্য মোতায়েন করা হয়েছে পুলিশ, রয়েছে পুরসভার কর্মী ও অন্যান্য জনপ্রতিনিধিরা।