অবৈধ মরুম খাদান বন্ধ করে দিল ভূমি ও ভূমি সংস্কার দপ্তর
নিজস্ব প্রতিবেদন, অবৈধ মরুম খাদান বন্ধ করে দিল ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ১ নম্বর ব্লকের হরিয়াতাড়া অঞ্চলের শাকপাড়া এলাকায় গতকাল দুপুরে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা অভিযান চালিয়ে অবৈধ মরুম খাদান বন্ধ করে দেয়।
মহাকুমা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক শৈবাল চট্টোপাধ্যায় বলেন, “শাকপাড়া মৌজাতে কিছু অবৈধ মরুম খাদান তৈরি করেছে এখানকার লোকেরা। শাকপাড়া নিয়ে একটা অভিযোগ ছিলো আমাদের কাছে। সেই অভিযোগের ভিত্তিতে আমরা রেড করলাম। খাদান বন্ধ করে দেওয়া হয়েছে। বেশকিছু ডাম্পার আমরা বাজেয়াপ্ত করেছি। অবৈধ খাদান খড়্গপুরের একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। আমি আসার পর থেকে অবৈধ খাদান বারে বারে বন্ধ করার চেষ্টা করেছি। এখানে যে খাদিনটা করা হয়েছে, সেটা পরিবেশের আইন লঙ্ঘিত করে করা হয়েছে। আমরা যথেষ্ট ব্যবস্থা নেব”।