মেদিনীপুরে পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত হল জেলা পুলিশের ক্রীড়া প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদন, শুক্রবার, মেদিনীপুরে পুলিশ লাইনস মাঠে হল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এবার এই প্রতিযোগিতার ১৯ তম বছর ছিল। এদিন এই ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন মেদিনীপুর রেঞ্জের ডিআইজি সলেমান নেশাকুমার। বিকালে সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আই জি (পশ্চিমাঞ্চল) সঞ্জয় সিং, জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি, জেলা পরিষদ এর কর্মাধক্ষ্য শ্যাম পাত্র, নির্মল ঘোষ, মামনি মান্ডি সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিগন।
জেলা পুলিশে কর্মরত যারা, তারা এবং তাদের পরিবারের সদস্যরাও এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। ছিল দৌড়, লং জাম্প, ডিসকাস থ্রো, শটপাট থ্রো সহ অন্যান্য প্রতিযোগিতা। উল্লেখ্য, দু’দিন আগেই ঝাড়গ্রাম জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এদিনের ক্রীড়া প্রতিযোগীতার শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।