‘দুয়ারে দুয়ারে সরকার’ প্রকল্পে ব্যাপক সাড়া পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে
নিজস্ব প্রতিবেদন, ‘দুয়ারে দুয়ারে সরকার’ প্রকল্পে সাড়া দিয়েছেন বহু মানুষ। তৃণমূল কংগ্রেসের নতুন কর্মসূচির মাধ্যমে মানুষের সাথে সু-সম্পর্ক গড়ে উঠছে। তৃণমূল নেতা – নেত্রীরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে প্রতিটি দুয়ারে পৌঁছে যাচ্ছে। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে আজ এই প্রকল্প সফল করতে দুয়ারে দুয়ারে কর্মীরা পৌঁছে যান।
ধ্বনি যাত্রায় সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে, তাঁদের সঙ্গে মিলেমিশে, তাঁদের সমস্যার কথা জেনেছেন কর্মীরা। সাথে ১০০ দিনের কাজে নিজেকে যুক্ত করলেন তাঁরা। এদিন এই প্রকল্পে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ২ ব্লকের সভাপতি তৃণমূল কংগ্রেসের সভাপতি তৃষিত মাইতি ও খড়গপুর ২ ব্লকের যুব সভাপতি সনাতন বেরা সহ অন্যান্য নেতা কর্মীরা।