‘দুয়ারে দুয়ারে সরকার’ প্রকল্প এবার শুরু হল খড়্গপুরে
নিজস্ব প্রতিবেদন, ‘দুয়ারে দুয়ারে সরকার’ প্রকল্প এবার শুরু হল খড়্গপুরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যবাসীর বাড়ির দুয়ারে সরকারি পরিষেবা দিতেই অভিনব কর্মসূচি- “দুয়ারে সরকার” গতকাল থেকে শুরু হল পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের কুড়ি নম্বর ওয়ার্ডের মহাকবি গুরাজাদা স্কুলে। খড়্গপুর পৌরসভার চারটি ওয়ার্ডের একসাথে প্রশাসনের তরফে ক্যাম্প তৈরি করে মানুষকে এই পরিষেবা দেওয়া শুরু হয়েছে।
মহকুমাশাসক আজমল হোসেন বলেন, স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী, খাদ্যসাথী, তপশিলি বন্ধু, কৃষক বন্ধু প্রভৃতি প্রকল্পগুলিতে যদি সাধারণ মানুষ এখনও পরিষেবা না পেয়ে থাকেন বা প্রকল্পের অন্তর্ভুক্ত না হয়ে থাকেন তবে সরাসরি এই ক্যাম্প থেকে, নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। ১৫ দিনের ব্যবধানে আমরা চারবার বসবো। যদি কোন সমস্যা থাকে, প্রশাসন সেই সমস্যার সমাধান করবে।