পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়াতে উদ্ভোধন হল “দুয়ারে দুয়ারে সরকার” প্রকল্প
নিজস্ব প্রতিবেদন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়ের “দুয়ারে দুয়ারে সরকার” প্রকল্পের শুভ উদ্বধন হলো পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া এক নম্বর ব্লকের উত্তর মেচগ্রাম প্রাইমারি স্কুলে। পাঁশকুড়া ১ নং ব্লকের পঞ্চায়েত সমিতি ও বিডিওর ব্যাবস্থাপনায়, উত্তর মেচগ্রাম গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় গতকাল সকাল ১১ টা নাগাদ ঐ প্রকল্পের শুভ উদ্বোধন হয়। এই কর্মসূচি চলবে ৪ দিন ধরে।
এই দুয়ারে দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে কন্যাশ্রী, ঐক্যশ্রী, রুপশ্রী, তপশীলি ,আদিবাসী এবং ওবিসি,জয় জোহার তপশীলি বন্ধু পেনশন প্রকল্প,কৃষকবন্ধু প্রকল্প, স্বাস্থ্য সাথী, খাদ্যসাথী সহ আরো ১১টি প্রকল্পের পরিশেবা দেওয়া হবে। উক্ত প্রকল্প খতিয়ে দেখতে আজ উপস্থিত হয়েছিলেন পূর্ব মেদিনীপুর জেলার ডিএম বিভু গোয়েল, এসডিও প্রণব গুই, পাঁশকুড়া থানার ওসি অজয় মিশ্র। ঐ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার বিডিও ধেনধূপ ভূটিয়া, এলাকার সভাপতি মনোরঞ্জন মালিক, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তরুণ ভট্টাচার্য, জেলা পরিষদের সদস্যা সোনালী মান্না, এলাকার প্রধান অমিত রাউত সহ একাধিক নেতৃত্ব ও আধিকারিকরা।