গতকাল দাঁতনে লাইনচ্যুত হয় এক মালগাড়ির ইঞ্জিন, বন্ধ হয়ে যায় ডাউন লাইনে ট্রেন চলাচল
নিজস্ব প্রতিবেদন, গতকাল দাঁতনে লাইনচ্যুত হয় মালগাড়ির ইঞ্জিন। ঘটনাস্থলে রেলের আধিকারিকরা আসেন। সোমবার ভোররাতে দাঁতন স্টেশনের কাছে লাইনচ্যুত হয় মালগাড়ির ইঞ্জিনটি। বন্ধ হয়ে যায় ডাউন লাইনে ট্রেন চলাচল। ঘটনাস্থলে আসেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা।
যান্ত্রিক ত্রুটির কারণে সাইডিং করার সময় লাইনচ্যুত হয় ইঞ্জিনটি। যদিও গতি কম থাকায় তেমন কোন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। সেসময় ডাউনলাইনে ট্রেন গুলিকে আপ লাইন দিয়ে ঘুরিয়ে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ফলে অস্বাভাবিক দেরীতে চলছে খড়গপুর বালেশ্বর রুটের সমস্ত ট্রেন গুলি। ঘটনার পড়ি ইঞ্জিনটি সারানোর ব্যবস্থা করে রেল।