বিধানসভা নির্বাচনের আগেই চুড়ান্ত পর্যায়ের ভোটার তালিকা প্রকাশিত হল
নিজস্ব প্রতিবেদন, আর কয়েকমাস বাদেই বিধানসভা নির্বাচন নির্বাচন। তার আগেই পশ্চিম মেদিনীপুর জেলার চুড়ান্ত পর্যায়ের ভোটার তালিকা প্রকাশিত হলো শুক্রবার। এদিন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক দপ্তরের সভাকক্ষে এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন জেলাশাসক ডাঃ রেশমি কোমল।
ডাঃ রেশমি কোমল জানান, এবার পশ্চিম মেদিনীপুরে মোট ভোটার ৩৮ লক্ষ ৩৫ হাজার ৪৩২ জন। যার মধ্যে পুরুষ রয়েছে ১৯ লক্ষ ৪১ হাজার ৭৫৮ এবং মহিলা ১৮ লক্ষ ৯৩ হাজার ৬২৮ জন। এবার নতুন ভোটার বেড়েছে ৭৯ হাজার ৭০৩। এবারেও জেলায় ভোট গ্রহণ কেন্দ্র থাকছে ৪২৯০ বলে জানালেন জেলাশাসক।