গতকাল অনুষ্ঠিত হল বামপন্থী-খড়গপুরের গোলবাজার শাখার প্রথম কনভেনশন – মেদিনীপুরের খবর

Breaking News

গতকাল অনুষ্ঠিত হল বামপন্থী-খড়গপুরের গোলবাজার শাখার প্রথম কনভেনশন

গতকাল অনুষ্ঠিত হল বামপন্থী-খড়গপুরের গোলবাজার শাখার প্রথম কনভেনশন

গতকাল অনুষ্ঠিত হল বামপন্থী-খড়গপুরের গোলবাজার শাখার প্রথম কনভেনশন

নিজস্ব প্রতিবেদন, গতকাল মেদিনীপুরের খড়গপুরে বামপন্থী-খড়গপুরের গোলবাজার শাখার প্রথম কনভেনশন অনুষ্ঠিত হল। এই কনভেশন গোলবাজার অফিসে অনুষ্ঠিত হয়।

এদিনের কনভেনশন উদ্বোধন করেন কম:অনিল দাস। উপস্থিত ছিলেন কম:মনোজ ধর, কম:প্রহ্লাদ পোদ্দার, কম: সুরজ্জিৎ সমাদ্দার।এছাড়াও এদিন অনুষ্ঠানে এলাকার বহু মানুষ উপস্থিত ছিলেন। মাস্ক পরে করোনা আবহে সকল নিয়ম মেনে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সমগ্র জায়গাটি বেলুন ও দলের পতাকা দিয়ে সজ্জিত হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *