খাকুড়দাতে মাঝ রাস্তায় শুভেন্দুকে সংবর্ধনা জানালেন অনুগামীরা
নিজস্ব প্রতিবেদন, গতকাল একটি বিশেষ অনুষ্ঠানে যাওয়ার পথে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে শুভেন্দু অধিকারীকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন ও সমর্থন জানাল তাঁর অনুগামীরা। শনিবার দুপুর ২ টো ৫০ মিনিট নাগাদ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের খাকুড়দা যাওয়ার সময় ফুল দিয়ে সংবর্ধনা জানান তাঁর অনুগামীরা।
তাঁর আসার অপেক্ষায় দীর্ঘ সময় দাঁড়িয়ে ছিলেন শুভেন্দুর অনুগামীরা। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে শুভেন্দুর অনুগামীরা ক্ষণিক সময়ে তাঁর দেখা পায়। তবে কোনওভাবেই তাঁদের মনে খেদ জন্মায়নি। শুভেন্দু আসতেই তাঁকে ফুল ও মালা দিয়ে সংবর্ধনা জানান। শুভেন্দুর দেখা পেয়ে সকল অনুগামীরা খুশি হয়েছেন বলে জানান অনুগামীরা।