পশ্চিম মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল মহা মিছিল
নিজস্ব প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল মহা মিছিল। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের পাকুড়সেনি ৫ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুক্রবার বিকেলে মহা মিছিল ও পথসভা আয়োজন করা হয়। বহু মানুষ এই মিছিলে যোগ দিয়েছিলেন।
এই সভাতে কেন্দ্রীয় সরকারকে নিয়ে তীব্র কটাক্ষ করেন উপস্থিত তৃণমূল নেতৃত্ব। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, তৃণমূলের জেলা সহ্ সভাপতি সূর্যকান্ত অট্ট, ব্লক সভাপতি মিহির চন্দ, অঞ্চল সভাপতি রঞ্জিত বোস সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব কর্মীরা।