শুভেন্দুর অনুগামী হওয়ায় এক তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর বোমাবাজি, অভিযোগের তীর তৃণমূলের দিকেই
নিজস্ব প্রতিবেদন, শুভেন্দু অনুগামী হওয়ায় তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর, রাতভর বোমাবাজির অভিযোগ।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলা সবং ব্লকের ৪নং দশোকগ্রাম অঞ্চলের কোলন্দা গ্রামে। শুভেন্দু অনুগামী নামে পরিচিত এক তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর, লুটপাট বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃনমূলের মানস অনুগামীদের। সোমবার মধ্যরাতে কোলন্দা গ্রামে দফায় দফায় চলে রাতভর বোমাবাজি, তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। তৃণমূল কর্মী যুগল মালাকারের অভিযোগ শুভেন্দু অনুগামী হওয়ার জন্য এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল কর্মীরা।
গতকাল সবংয়ে শুভেন্দু অধিকারীর একটি শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে এসেছিলেন সেখানে যোগদান করে বাড়ি ফেরার পর ঘটনাটি ঘটে গতকাল মধ্যরাতে। তৃণমূল কর্মী অতনু সিংহ, অনন্ত তুঙ্গ সহ আরো বেশকিছু তৃণমূল কর্মী মদ্যপ অবস্থায় বাড়িতে এসে হামলা শুরু করে। দফায় দফায় বাড়িতে বোমাবাজি করা হয়। ভেঙে দেওয়া হয় বাড়ির চেয়ার, টেবিল, এসবেস্টার সহ বাড়ির জিনিসপত্র। ঘটনার খবর দেওয়া হয় সবং থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে ওই থেকে একটি তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায়। ঘটনায় এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে রয়েছে পুলিশ। অন্যদিকে অপর গোষ্ঠী পক্ষ থেকে সম্পূর্ন অভিযোগ অস্বীকার করা হয়েছে।
এই ব্যাপারে অঞ্চল তৃনমূল নেতা অতনু সিংহ বলেন, এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনো ভাবে যুক্ত নয়। বিজেপির লোকেরাই ওদের বাড়িতে হামলা চালিয়েছে। অন্যদিকে বিজেপির তরফ থেকে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির দাবি, এই ঘটনার সঙ্গে বিজেপি যুক্ত নয়। এটা শুভেন্দু অধিকারী অনুগামী সঙ্গে দিদির অনুগামীদের মধ্যে ঝামেলা। মিথ্যা অভিযোগ করে বিজেপিকে ফাঁসানোর চেষ্টা করছে।