গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চন্দ্রকোনা রোড এলাকায় চাঞ্চল্য
নিজস্ব প্রতিবেদন, বুধবার সাতসকালেই বাড়ি থেকে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে চন্দ্রকোনা রোড এলাকায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডের দুর্লভগঞ্জ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত গৃহবধূর নাম মনিমালা সিং,বয়স আনুমানিক ২৫ বছর। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকাল নাগাদ বাড়ির ভিতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার বাড়ির লোকেরা। এরপর স্থানীয় বাসিন্দারা ফোন করে খবর দেয় চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশকে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ গিয়ে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। অন্যদিকে কি কারনে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করেছে চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ। তবে ওই ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে চন্দ্রকোনা রোডের দুর্লভগঞ্জ এলাকায়। কিন্তু কি কারনে ওই গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে, তার বাড়ির কেউই কিছুই বলতে পারছে না। তবে ওই ঘটনার ফলে তার পরিবারের ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।