স্ত্রীকে খুন করে স্বামী পলাতক, চলছে জোর তল্লাশি
নিজস্ব প্রতিবেদন, স্ত্রীকে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত রামপুরা গ্রামে। মৃতের নাম রাধারানী পাল। রাধারানীর বাপের বাড়ির পক্ষ থেকে স্বামী ভোলানাথ পালের বিরুদ্ধে পিংলা থানার খুনের মামলা করা হয়েছে।
জানা গিয়েছে, রামপুরা গ্রামের বাসিন্দা ভোলানাথ পালের সঙ্গে রাধারানী পালের দশ বছর আগে বিয়ে হয়। গত কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। গতকাল রাতে তাদের এই অশান্তি চরম আকার নেয়। ভোররাতে ভোলানাথ তার স্ত্রীকে হাতুড়ি দিয়ে মাথা থেঁতলে খুন করে। মাথায় গুরুতর আঘাত নিয়ে রক্তাক্ত অবস্থায় দীর্ঘক্ষন পড়ে থাকে রাধারানী পাল।ঘটনার খবর পেয়ে প্রতিবেশীরা ঘটনাস্থলে যায়। পিংলা থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে। ঘটনায় ওই গৃহবধূর বাপের বাড়ির তরফে পিংলা থানার খুনের মামলা করা হয়েছে।এদিকে ঘটনার পর থেকে মৃত গৃহবধূর স্বামী পলাতক। পলাতকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পিংলা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহ আজ ময়না তদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতাল পাঠানো হবে।