উপযুক্ত বেতন সহ বেশ কয়েক দফার দাবিতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ডেপুটেশন দিল NHM কমিটি
নিজস্ব প্রতিবেদন, উপযুক্ত বেতন কাঠামো, স্থায়ীকরণ, কর্মে নিশ্চয়তা প্রদান, সরকারি স্বীকৃতির মধ্য দিয়ে ভবিষ্যৎ নিরাপত্তা প্রদানের ব্যবস্থা সহ কয়েক দফার দাবিতে ডেপুটেশন। বুধবার পশ্চিম মেদিনীপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ডেপুটেশন দিল ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর NHM কমিটি।
পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম মিলিয়ে শতাধিক বিভিন্ন বিভাগের স্বাস্থ্য কর্মীরা এদিনের ডেপুটেশনে সামিল হয়। ডেপুটেশনের আগে CMOH দপ্তরের বাইরে বিক্ষোভ দেখায় কমিটির সদস্য সদস্যারা।