আজ থেকে শুরু হল প: মেদিনীপুরে ভোটার স্বচিত্র পরিচয় পত্রের তালিকার পুনর্বিবেচনার পক্রিয়া
নিজস্ব প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর জেলার ভোটার স্বচিত্র পরিচয় পত্রের তালিকার বিশেষ সংক্ষিপ্তসার পুনর্বিবেচনার প্রক্রিয়াকরণ শুরু হল বুধবার থেকে। আজ এক সাংবাদিক বৈঠকে এব্যাপারে বিস্তারিত জানান, পশ্চিম মেদিনীপুর জেলাশাসক ডাঃ রেশমি কোমল।
তিনি জানান, ভোটার তালিকায় নাম সংশোধন, সংযোজন, বিয়োজন এবং স্থানান্তর সমস্ত কিছু করা হবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত। আজ থেকেই জেলার ৪২৯০ টি বুথে সম সংখ্যক BLO র মাধ্যমে ১৮ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে আবেদন পত্র জমা দেওয়া এবং আপত্তি জানানোর প্রক্রিয়া। প্রতিদিন ২ ঘন্টা (১২টা – ২ টা) পর্যন্ত প্রতি বুথে ক্যাম্পের মধ্য দিয়ে এই আপত্তি ও আবেদন জমা নেওয়ার কাজ চলবে। প্রতি শনি ও রবিবার বিশেষ ক্যাম্প করে ১১ টা থেকে ৪ টে পর্যন্ত এই কাজ করা হবে। আগামী ৫ জানুয়ারি আবেদন বা আপত্তি নিষ্পত্তির শেষ দিন এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ১৫ জানুয়ারী।