‘দুয়ারে দুয়ারে সরকার’ প্রকল্পে ব‍্যাপক ভাবে মানুষের সাড়া পড়েছে জঙ্গল মহলে – মেদিনীপুরের খবর

Breaking News

'দুয়ারে দুয়ারে সরকার' প্রকল্পে ব‍্যাপক ভাবে মানুষের সাড়া পড়েছে জঙ্গল মহলে

‘দুয়ারে দুয়ারে সরকার’ প্রকল্পে ব‍্যাপক ভাবে মানুষের সাড়া পড়েছে জঙ্গল মহলে

‘দুয়ারে দুয়ারে সরকার’ প্রকল্পে ব‍্যাপক ভাবে মানুষের সাড়া পড়েছে জঙ্গল মহলে

নিজস্ব প্রতিবেদন, সারা রাজ‍্যের সঙ্গে জঙ্গল মহলেও দুয়ারে সরকার কর্মসূচিতে জঙ্গল মহলের শালবনী ব্লকের দশ নং কর্ণগড় গ্রামপঞ্চায়েতের ভাদুতলা বিবেকানন্দ হাই স্কুলে ব‍্যাপক ভাবে মানুষের সাড়া পড়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই সরকারি পরিষেবা পেতে বিভিন্ন ট্রেন্ডে মানুষের উপছে পড়া ভিড় দেখা গেছে। মানুষের জন্য যেন একটা উৎসব মুখোর দিন।

সরকারের বিভিন্ন প্রকল্প খাদ‍্যসাথী, কন‍্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, জয়জহর, জয়বাংলা, ভূমি দপ্তর কৃষি দপ্তর সহ বিভিন্ন দপ্তর থাকা সত্বেও স্বাস্থ্য পরিষেবার ক‍্যাম্পে স্বাস্থ‍্য সাথী কার্ড করানোর জন্য বেশি ভিড় দেখা গিয়েছে। দুয়ারে সরকারকে পেয়ে আনন্দিত জঙ্গলমহলের মানুষ। স্বাস্থ্য পরিষেবার ক‍্যাম্পে লম্বা লাইন দেখা গিয়েছে। বৃহস্পতিবার এই পরিষেবা থেকে মানুষ যাতে বঞ্চিত না হয় সে ব‍্যাপারেও সরকারি আধিকারিক থেকে পঞ্চায়েত দপ্তরের কর্মী সহ সদ‍স‍্যরা নজর রাখছিলেন। এদিন উপস্থিত ছিলেন শালবনী ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আদিকারিক দেবব্রত কোনারও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *