‘তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই বারোটা বেজে গেছে রাজ্যের’, অভিযোগ বাম নেতা সুশান্ত ঘোষ-এর
নিজস্ব প্রতিবেদন, প্রায় নয় বছর পর নিজের বাড়ি ফিরলেন বাম নেতা সুশান্ত ঘোষ। কঙ্কাল কাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ার পর হাজতবাস কাটাতে হয়েছে তাঁকে। জামিনে মুক্তি পাওয়ার পরও নিজের ঘরে ফেরার অনুমতি ছিল না তাঁর। অবশেষে সেই সুপ্রিমকোর্টে নিষেধাজ্ঞা উঠে যাবার পর রবিবার নিজের ঘরে ফিরলেন সুশান্ত ঘোষ। তিনি আগেই স্পষ্ট জানান, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, সব মুখোশ ধীরে ধীরে খুলবে।
এদিন এক জনসভা থেকে সুশান্ত ঘোষ ফের অভিযোগ করেন, তাঁর নামে মিথ্যা মামলা সাজানো হয়েছে। যাঁরা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তাঁদের মুখোস খুলতে শুরু করেছে। নাম না করেই তৃণমূলকে আক্রমণ করেন তিনি।
এরপরেই তাঁর হুংকার, “তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই বারোটা বেজে গেছে রাজ্যের। আর ২০১৪ সালে বিজেপি দেশের শাসনে বসার পর থেকেই দেশের অবনতি ঘটেছে।” নোটবন্দি, জিএসটি এই অবক্ষয়ের মূল কারণ। আম্বানির মতো কিছু গোষ্ঠীকে সুবিধা পাইয়ে দিচ্ছে কেন্দ্র সরকার, এমনই অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, “তৃণমূলের বিদায় ঘন্টা বেজে গেছে। তবে বিজেপি তৃণমূলের থেকেও ১০০ গুন খারাপ।”