খড়্গপুরে অনুষ্ঠিত হল ‘শ্রমিক মেলা’, আনুষ্ঠানিকভাবে ১৩ জন শ্রমিককে দেওয়া হল পেনশন
নিজস্ব প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমার শ্রমিক মেলা অনুষ্ঠিত হল সবং কৃষক বাজারে। যার শুভ উদ্ধোধন করলেন রাজ্য সভার সাংসদ মানস রঞ্জন ভুঁইয়া ও বিধায়ক গীতা রানী ভুঁইয়া, লেবার কমিশনার সহ অনান্য আধিকারিকরা। জানা গিয়েছে, এই শ্রমিকা মেলা চলবে দুদিন ধরে।
উক্ত মেলায় বসেছে বিভিন্ন ধরণের সরকারী স্টল। দুদিন ধরে এই মেলায় চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্টান। গতকাল আনুষ্ঠানিকভাবে ১৩ জন শ্রমিককে পেনশন দেওয়া হল। দুদিন ধরে বহু মানুষ এই শ্রমিক পেনশন স্কীমে আবেদন করতে পারবেন এবং তাদের সঠিক পেনশন দেওয়া হবে বলে জানান রাজ্য সভার সাংসদ মানস রঞ্জন ভুঁইয়া।