৩৫তম বর্ষের জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ উদ্বোধন করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন, বাঙালির বারো মাসে তেরো পার্বণ, এরমধ্যে জগদ্ধাত্রী দেবীর পুজো থেকে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় সকল বাঙ্গালীর মধ্যে। তবে এই বছর করোনা আবহে দুর্গা পুজো ও দীপাবলীর পাশাপাশি জগধাত্রী পূজোতে প্রশাসনের নির্দেশ অনুসারে কাটছাঁট করে দেওয়া হয়েছে। সমস্ত নিষেধাজ্ঞা মেনে একাধিক কর্মসূচি পালন করে পূর্ব মেদিনীপুর জেলার জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ উদ্বোধন করলেন রাজ্যের পরিবহন ও সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারী।
এদিন ফিতে কেটে এবং পুষ্প অর্পণের মধ্য দিয়ে এই পুজো মণ্ডপ উদ্বোধন হয়। জানা গিয়েছে, এই জগদ্ধাত্রী পুজো এবছর ৩৫তম বর্ষে পা দিল। প্রত্যেক বছর এই জগধাত্রি পূজো উপলক্ষে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ একাধিক সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে এই পুজো কমিটি। তবে এই বছর মহামারি ভাইরাসের কারণে সবকিছুই কাটছাঁট করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, যাতে দূরত্ব বজায় রেখে, মুখে মাক্স পরিধারণ করে, দর্শনার্থীরা প্রতিমা দর্শন করতে পারে, তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি। এছাড়া এদিন উপস্থিত ছিলেন বিধায়ক সুকুমার দে, আনন্দময় অধিকারী সহ একাধিক ব্যক্তিবর্গ।