প:মেদিনীপুরে “কমিউনিটি হল” উদ্বোধন করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদন, রাজ্য রাজনীতিতে বর্তমানে সবথেকে চর্চিত নাম শুভেন্দু অধিকারী। এই সবের মধ্যেই পশ্চিম মেদিনীপুরের খড়গপুর পৌরসভার তালবাগিচা এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় চিত্তরঞ্জন স্পোর্টিং ক্লাবের “কমিউনিটি হল” উদ্বোধন করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।
ক্লাবের সকল সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। মঞ্চে প্রবেশের মুখে তাঁকে সকলে পুস্প দিয়ে বরণ করে নেন। মাস্ক পরে সকল নিয়ম মেনে সেখানে তিনি উপস্থিত হন। মঞ্চে পুষ্প স্তবক ও ব্যাচ পরিয়ে শুভেন্দু অধিকারী-কে বরণ করে নেওয়া হয়।