মাদপুরে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের পিংলা বিধানসভার বিজয়া সম্মিলনী
নিজস্ব প্রতিবেদন, ঘাটাল, দাঁতন – এর পর পিংলা বিধানসভার বিজয়া সম্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হল। গতকাল মাদপুরে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের এই বিজয়া সম্মিলনী। সম্মিলনীতে বহু তৃণমূল সমর্থক ভিড় করেছিলেন।
পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর দু’নম্বর ব্লকের মাদপুর স্টেশন সংলগ্ন এলাকায় গতকাল দুপুরে পিংলা বিধানসভার বিজয়া সম্মিলনী অনুষ্ঠান পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি, এ রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র ও রাজ্যসভার সাংসদ মানোষ ভূঁইয়া। কয়েক হাজার মানুষ এই সম্মেলনে উপস্থিত ছিলেন। তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি সংবাদমাধ্যমকে জানান, সম্মিলনীর ভিড় দেখে বোঝা যাচ্ছে মানুষ কি চান! সামনে বিধানসভার ভোট। জোর কদমে প্রস্তুতি চালাচ্ছে রাজনৈতিক দলগুলি।