নারায়ণগড় ‘স্ব সহায়ক’ দলের মহিলাদের শীত বস্ত্র বিতরণ করল তৃণমূল
নিজস্ব প্রতিবেদন, শনিবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ৬ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নারায়ণগড় বাজারে ‘স্ব সহায়ক’ দলের মহিলাদের শীত বস্ত্র বিতরণ করল অঞ্চল তৃনমূল কংগ্রেসের দাপুটে নেতা শেখ শারিফ।
এদিন শতাধিক মহিলাদের শীতবস্ত্র বিতরণ করা হয়। নারায়ণগড়ের বিভিন্ন এলাকায় জনসংযোগ বাড়াতে বিজেপির উদ্যোগে কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে কৃষক সুরক্ষা অভিযান কর্মসূচি পালন করেন নেতৃত্বরা। এবার তারই পাল্টা মানুষের সাথে যোগাযোগ বাড়াতে অঞ্চল তৃনমূল কংগ্রেসের এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। তৃণমূলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।