মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হল বিশ্ব হিন্দু পরিষদের বিজয়া সম্মেলন
নিজস্ব প্রতিবেদন, মেদিনীপুর শহরে বিশ্ব হিন্দু পরিষদের বিজয়া সম্মেলন ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণবঙ্গ প্রান্ত সম্পাদক অলক সুর, সাংগঠনিক প্রান্ত সম্পাদক বিনয় পার, ঝাড়গ্রাম ও মেদিনীপুর জেলার প্রভারি বাদল দাস, পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি সুবাস পাত্র, সম্পাদক ও প্রধান জেলা সহ-সম্পাদক রঞ্জন পাত্র জেলা কোষাধক্ষ্য আবির গাঙ্গুলী সুকৃতি পতিহার, মেদিনীপুর নগর সভাপতি বিষ্ণুপদ মাইতি।
আগামী দিনে বিশ্ব হিন্দু পরিষদ মেদিনীপুর নগরীর বৈঠক এবং সমস্ত হিন্দুদেরকে একত্রিতকরণের উদ্যোগ নেবেন নীলাম্বর চ্যাটার্জী ও সামব সেন। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার সমাজসেবী শংকর দাস, সোমনাথ সিনা সহ প্রমুখ নেতৃবৃন্দ। ২০০০ সালের মেদিনীপুর শহরে মহাতাপপুরে শিব মন্দির রক্ষার আন্দোলনের পুরোধা শংকর দাস ও সোমনাথ সিনাকে স্বারক দিয়ে সম্মানিত করা হল।২০০০ সালের মেদিনীপুর শহরে মহাতাপপুরে শিব মন্দির রক্ষার আন্দোলন যে ভেঙ্গে ফেলার উদ্যোগ পৌরসভা নিয়েছিল তার প্রতিবাদ জানিয়ে যে হিন্দু আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের কার্যকর্তা শংকর দাস ও সোমনাথ সিনা।